বিষয়বস্তুতে চলুন

পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

a 8 রমা তৃতীয় অঙ্ক যতীনের উপনয়নে কেউ খাবেন, আমার বার-ব্রত, ধৰ্ম্ম-কৰ্ম্ম,~ন রমেশদ তুমি যাও,—যাও তোমাকে আমি মিনতি করচি। থেকে, সব দিক দিয়ে আমাকে নষ্ট কোরোনা । তুমি যাও—যাও এদেশ থেকে । রমেশ । (একমুহূৰ্ত্ত মৌন থাকিয়) বেশ, আমি যাবে। আমার আরদ্ধ কাজ অসম্পূর্ণ রেখেই যাবে;–কিন্তু নিজের কাছে নিজেকে কি জবাব দেবো? রমা। জবাব নেই। আর কেউ হলে জবাবের অভাব ছিলনা, কিন্তু এক অতিক্ষুদ্র নারীর অখণ্ড-স্বার্থপরতার উত্তর তুমি কোথায় খুঁজে পাবে রমেশদা ? তোমাকে নিরুত্তরে যেতে হবে। রমেশ । বেশ, তাই হবে । কিন্তু আজ আমার সাধ্য নেই । রমা। সত্যিই সাধ্য নেই ? রমেশ । না । তোমার সঙ্গে কে আছে তাকে ডাকো । রম । সঙ্গে আমার কেউ নেই। আমি একাই এসেচি। রমেশ । এক এসেছে ? সে কি কথা রাণি,—একলা এলে কোন সাহসে ? রমা। সাহস এই ছিল যে, আমি নিশ্চয় জানতাম এই পথে তোমার দেখা পাবো। তারপরে আর আমার ভয় কিসের ? রমেশ । ভালো করোনি রম, অন্ততঃ তোমার দাসীকেও আন উচিত ছিল । এই নিস্তব্ধ জনহীন পথে আমাকেও ত তোমার ভয় করা কর্তব্য । রমা । তোমাকে ? ভয় কোরব আমি তোমাকে ? রমেশ । নয় কেন ? রমা। ( মাথা নাড়িয়া) না, কোন মতেই না। আর যা খুলী উপদেশ দাও রমেশদ, সে আমি শুনবো। কিন্তু তোমাকে ভয় করবার ভয় আমাকে দেখিয়োনা।