বিষয়বস্তুতে চলুন

পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

?tegrq पृष्ठ রম ర్శి বিশ্বেশ্বরী। জিজ্ঞেস করছিলি রমা কেন বিদায় নিতে চায় ? কোথায় তাকে আমি নিয়ে যেতে চাই ? সংসারে আর তার স্থান হোল না রমেশ, তাই তাকে এবার ভগবানের পায়ের নিচে নিয়ে যাব। সেখানে গিয়েও সে বঁাচে কি না জানি নে, কিন্তু যদি বাচে, বাকি জীবনটা এই অতি-কঠিন প্রশ্নের মীমাংসা করতে বোলব, কেন ভগবান তাকে এত রূপ, এত গুণ, এত বড় একটা মহাপ্রাণ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন, আর কেনই বা বিনা দোষে দুঃখের বোঝা মাথায় দিয়ে আবার সংসারের বাইরে ফেলে দিলেন। এ কি তারই অভিপ্রায়, ন, এ শুধু আমাদের সমাজের খেয়ালের খেলা। ওরে রমেশ, তার মত দুঃখিনী বুঝি আর পৃথিবীতে নেই। বলিতে বলিতে র্তাহার গলা ভাঙিয়া পড়িল । রমেশ নীরবে ষ্ঠাহার মুথের দিকে চাহিয়৷ রস্থিল বিশ্বেশ্বরী । কিন্তু তোর ওপর আমার এই আদেশ রইল রমেশ,তাকে যেন তুই ভুল বুঝিল নে। যাবার সময় আমি কারও বিরুদ্ধে কোন নালিশ করে যেতে চাই নে, শুধু এই কথাটা আমার তুই ভুলেও কখনো অবিশ্বাস করিসনে যে তার বড় মঙ্গলাকাঙ্ক্ষিণী তোর আর নেই । ब्रह्म* । किरू छाॉ*ांशेभl বিশ্বেশ্বরী। এর মধ্যে কোন কিন্তু নেই রমেশ । তুই যা শুনেছিস সব মিথ্যে, যা জেনেছিস সব ভুল। কিন্তু এ অভিযোগের এইখানেই যেন সমাপ্তি হয়। তোর কল্যাণের কাজ যেন যন্তার মত সমস্ত দ্বেষ হিংসা ভাসিয়ে নিয়ে বয়ে যেতে পারে তোর ওপর এই তার শেষ প্রার্থনা । এই জন্তেই সে মুখ বুজে সমস্ত সন্থ করেছে। প্রাণ দিতে বসেছে রমেশ, তবু কথা কয় নি । রমেশ । তাকে বোলো জ্যাঠাইমা—