বিষয়বস্তুতে চলুন

পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిa রমা চতুর্থ অঙ্গ রমা। জ্যাঠাইমা যেখানে নিযে যাবেন আমি সেখানেই ধাৰ । রমেশ। কিন্তু তিনি ত আর আসবেন না শুনচি । রমা। আমিও না । আমিও তোমার পায়ে আজ জন্মের মতই বিদায় নিলাম । এই বলির রমা মাটিতে মাথা ঠেকাইয় প্রণাম করিল রমেশ । আচ্ছা যাও । কিন্তু অকস্মাৎ কেন বিদায নিলে তাও কি জানতে পারব না ? রম মৌন হইবা রহিল রমেশ । কেন যে তোমার সমস্ত কথাই লুকিযে বেথে চলে গেলে সে তুমিই জান। কিন্তু আমিও কায়মনে প্রার্থনা করি, একদিন যেন তোমাকে সৰ্ব্বাস্তঃকরণে ক্ষমা করতে পারি । তোমাকে ক্ষমা করতে না পারায় যে আমার কি ব্যথা সে শুধু আমার অন্তর্যামীই জানেন। ( এই সময়ে বিশ্বেশ্বরী প্রবেশ করিয়া ডাকিলেন )-- রমা ? রমেশ। জ্যাঠাইমা ! কি অপবাধে আমাদের এত শিঘ্র ত্যাগ ক’রে চললে ? বিশ্বেশ্বরী। অপরাধ ? অপরাধের কথা বলতে গেলে ত শেষ হবে না বাবা । তাতে কাজ নেই। কিন্তু আমার নিজের কথাটা তুই জেনে রাখ। এখানে যদি মরি রমেশ, বেণী আমার মুখে আগুন দেবে । সে গুণে ত কোনমতেই মুক্তি পাব না রমেশ । ইহকালটা ত জলে-জলেই গেল, পাছেপরকালটাও এম্নি জলে-পুডেমরি,আমি সেই ভয়েই পালাচ্চি রমেশ । রমেশ। জ্যাঠাইম, ছেলের অপরাধ যে তোমার বুকে এমন কোরে বেজেছিল সে ত কোনদিন জানতে দাও নি ? কিন্তু সমস্ত ছেড়ে বম কেন বিদায় নিতে চায় ? তাকে তুমি কোথায় নিয়ে যাবে ? রম। আমি আসচি জ্যাঠাইম । n