পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दिठीञ्च मृथ রমা 199 চেঁচাচেচি হাক-ইকি করতে আমি নিষেধ করচি। আমি সকলকেই নিমন্ত্রণ কোরব, কাউকে বাদ দিতে পারব না। পরাণ। কিন্তু আমরা কেউ এখানে জলটুকু পর্যন্ত মুখে দিতে পারব না । জ্যাঠাইমা । আমাকে ভয় দেখাতে বারণ কর রমেশ । দেশে অনাথ আতুর কাঙালের অভাব নেই। আয়োজন আমার ব্যর্থ হবে না, বরঞ্চ সার্থক হৰে । g রমেশ । (ব্যাকুলকণ্ঠে ) কিন্তু সমস্ত এর পও কোরে দিতে চান। এর সকল দায় যে তোমার মাথায় পড়বে জ্যাঠাইমা ! জ্যাঠাইমা । এ তোর অন্যায় রমেশ । আমার বাড়ীর কাজের দায়িত্ব আমার মাথায় পড়বে না ত কি পরের মাথায পড়বে ? এখন ওঁদের যেতে বলে দে । ঢের কাজ পড়ে আছে নষ্ট করবার সময় নেই। জ্যাঠাইম অন্তঃপুরে চলিয়া গেলেন। সদরদ্বার দিয়া গোবিদ ধৰ্ম্মদাস ও পরাণ হালদার ধীরে ধীরে প্রস্থান করিল রমেশ । ভেবেছিলাম বুঝি আমার কেউ নেই,–কিন্তু সবাই আছে যার তুমি আছ জ্যাঠাইমা ।