ريدج وصچs মধু পালের মুদির দোকান। কেন বেচা চলিতেছে। প্রথম খরিদার। এক পয়সার তেল দিতে কি বেলা কাটিয়ে দেবে ন! কি ? - षं ।। ५्र ८ष निे । ২য় খরিদার । এক পয়সার হলুদ দিতে কি বুড়ো হয়ে যাবে পাল দা ? মধু। এই যে রে ভাই দিচ্ছি। একলা মানুষ— ৩য় খরিদার। ছু পয়সার মুগুর ডালের জন্যে দেখৃচি এবেল আর রায়া চড়ানো হবে না । মধু হবে গো খুড়ো হবে, এই নাও না ! সুমেশের প্রবেশ মধু। (গলা বাড়াইয়া দেখিয়া) 11–এ যে আমাদের ছোটবাবু। প্রাতঃপেন্নাম হই । (এই বলিয়া সে একটা মোড়া হাতে বাহির হইয় আসিল ) আমার সাত পুরুষের ভাগ্যি যে দোকানে আপনার পায়ের ধুলো পড়লো । বমন । রমেশ । শ্রাদ্ধের দরুণ দশটা টাকা বাকি পড়ে আছে,তুমিও যাও না, আমারও পাঠানো হয় না। আজ ভালেম নিজেই গিয়ে দিয়ে আসি। এই নাও । মধু। (হাত পাতিয়া গ্রহণ করিয়া) এ তে আমাদের বাপ দাদারাও কখনো শোনেনি বাবু, মামুযে বাড়ী বয়ে এলে টাকা দিয়ে যায় ! রমেশ। (মোড়ায় উপবেশন করির) দোকান কেমন চলচে মধু ?
পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৫
অবয়ব