পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శిశ কুমা छिउँौग्न अझ রমেশ । এরা সারা বছর খাবে কি ? বেণী । (হাসিয়া মাথা নাড়িয়া, থুথু ফেলিয়া অবশেষে স্থির হইয়া) খাবে ? দেখবে ব্যাটারা যে যার জমি বন্ধক রেখে আমাদের কাছেই টাকা ধার করতে ছুটে আসবে । ভায়া, মাখাটা একটু ঠাণ্ড কোরে চল । কৰ্ত্তারা এম্‌নি কোরেই বাড়িয়ে গুছিয়ে এই যে এক-আধ টুকরো উচ্ছিষ্ট ফেলে রেখে গেছেন, এই আমাদের নেড়ে-চেড়ে, গুছিয়ে-গাছিয়ে, খেয়েদেয়ে আবার ছেলেদের জন্তে রেখে যেতে হবে । ওরা খাবে কি ? ধার কর্জ করে থাবে । নইলে আর ব্যাটদের ছোটলোক বলেছে কেন ? গোবিন্দ । এ যে মুনি-ঋষিদের শাস্ত্রবাক্য বাবাজী, এ ত আর তোমার আমার কথা নয় । , রমেশ। বড়দ, আপনি যখন কিছুই করবেন না স্থির করেছেন তখন তর্ক কোরে আর লাভ নেই। বেণী। না নেই। রমার প্রতি ) তোমার পিরপুরের আকৃবর আলি আর তার ব্যাটাদের খবর পাঠিয়ে দেওয়া হয়েছে রমা। (গোবিনোর প্রতি) চল খুড়ো আমরা ও-দিকটা একবার দেখে-শুনে আসিগে । সন্ধ্যাও হ’ল। গোবিন্দ । চল বাবা, চল । উভয়ের প্রস্থান রমেশ । হুকুম দাও রম, ওঁর একার অমতেই এতবড় অন্যায় হতে পারে না। আমি এখুনি গিয়ে বাধ কাটিয়ে দেব। \রমা। কিন্তু মাছ আটকে রাখার কি বন্দোবস্ত করবেন ? রমেশ । অত জলে কোন বন্দোবস্ত হওয়াই সম্ভবপর নয়। এ ক্ষতি আমাদের স্বীকার করতেই হবে । না হ’লে গ্রাম মারা যায় । ब्रभां बैौद्भद