দ্বিতীয় অঙ্ক ילר গোবিন্দ। সত্যি নয় ? শালা নটবর কি কিছু বলতে চায় ? বকৃসিস্ কোবলে, পিঠে হাত বুলিয়ে কিছুতেই কিছু হয় না। ব্যাট আর ভাঙে না । তখন ফল ক’রে পায়ের ধূলো মাথায় দিয়ে বললাম, বাব, রমণর চাকরই হও আর যাই হও,—শুদ্ধর ছাড়া আর কিছু নও, ছেলেপুলে নিয়ে ঘর কর, বামুনের পায়ের ধূলো মাথায় ক’রে যদি মিথ্যে বল, তে-রাত্তির পেযোবে না সর্পাঘাত হবে । গোবিন্দ। ব্যাটা যেন কাদো কাদে হয়ে গেল । সাচস দিযে ব’ললাম, নটবর, চাকুরি গেলে আবার ঢের হবে, কিন্তু প্রাণ গেলে আর হবে না । তখন ফন্ডু, ফঢ় ক’রে আগাগোড়া ব্যাপারটা বলে ফেললে। ঠাকরুণের ছ’টার গাড়ীতে আর বাড়ী আসা হ’লে না। বাবু বাত্তিরে বাসায় রইলেন, খাওয-দাওয়া, হাসি, গল্প—যাক পরচর্চায কাজ নেই,— ঘটনাটা সত্যি । বেণী । দেখলে না খুড়ে কিছু ে স্বাকবরকে থানায় যেতে দিলে না ! গোবিন্দ। দেবে কি ক’রে ? দেওয়া কি যায় বাবা ? যায় না। বেণী । ই । অন্ধকার হয়ে আসচে, যাওয়া যাকৃ চল । গোবিন্দ। চল । ( হঠাৎ বেণীর হাতটা ধরিয়া ফেলিয়া ) কিন্তু বাব, ভাইপোট যে অৰ্দ্ধেক বিষয় টেনে নেবে তা চলবে না বলে রাখচি। সামলাতে হবে । বেশী। নিৰ্ভয়ে থাকে খুড়ো, আমি বেঁচে থাকৃতে তা হবে না। গোবিন্দ হাটের অংশটা এবার ছেড়ে দিতে রমা পথ পাবে না তাও তোমাকে বলে রাখলাম বড়বাৰু। কিন্তু চেপে। ব্যাপারটা হঠাৎ চাউর ক’রে ফেলো না । বেণী । ( ঈষৎ হাসিয়া ) দেখা যাক । উভয়ের প্রস্থান
পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৭
অবয়ব