পাতা:রসকেলী.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৮
রসকেলী।

রাতি ন পুহিলা পুণি শুঅই।
শ্রীকৃষ্ণঙ্ক মায়া ন জাণে কেহি॥
কেলী ছাড়ি সবু গোপর গোপী।
যমুনাকু গলে কেলী উপেক্ষি॥
যমূনাকু গলে স্নাহান অর্থে।
স্নাহান করিলে নানাদি মতে॥
কূলরে দেখিলা শ্রীকৃষ্ণ অছি।
মেলাণি মাগই গোপর বছি॥
আহুরি কহিলা গোপর ঝিঅ।
আবেলে আসিব এছুণূ যাহ॥
পুণি আসিব গো পূর্ণিমা দিন।
সেদিনে আসিব কুঙরিয়া জন॥
সেদিন আসিণ পুরায় আশ।
ন হোইবা কেতে আম্ভে নিরাশ॥
এতে কহি সর্ব্ব মেলাণি নেলা।
শ্রীকৃষ্ণ যাই সর্ব্বে ঘেরিলা॥