পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫి 8 রাঘব-বিজয় কাব্য । পশি বাতায়নপথে স্বচ্ছ, সুতরল, খেলিছে সে কক্ষমাঝে অপূৰ্ব্ব উল্লাসে । বসিয়া রাক্ষসপতি স্বর্ণসিংহাসনে, সম্মুখে উন্নত দীর্ঘ সুবর্ণ-আধার অণ্ডাকৃতি । বামে বসি মহী সুকৌশলী, দক্ষিণে সারণ মন্ত্রী বসিয়া নীরবে । রহিয়াছে স্তুপাকারে সে উচ্চ আধারে বিবিধ প্রকার রাক্ষস-আহার যত । অপক গৃধিনীমাংস, গলিত শ্বাপদ, দগ্ধ কচ্ছপের অন্ত্র, প্লীহা বিড়ালের, অৰ্দ্ধদন্ধ কীটপূর্ণ পূতগন্ধময় পযুষিত স্বর্ণভেক, জলোক সধূম, মহিষের ছিন্ন মুগু, অণ্ড বায়সের, পেচকের অক্ষিযুগ গলিত শীতল, অৰ্দ্ধদগ্ধ কৃমিমাংস, জিহব ঘোটকের, শমুকের শ্লেষ্মারাশি ঈষৎ তরল, স্বর্ণপাত্রে স্থানে স্থানে রয়েছে পড়িয় | সুরাপাত্রে রক্তবর্ণ মদিরা ধূমিছে তীব্রবিষ-জালাময়ী । পিতা, পুত্রে, উম্ভে ক্ষিপ্রহস্তে ভয়ঙ্কর দশন-নিনাদে