পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ সর্গ। " 家やぬ ভরে ধাইবেন তথা, বারি যথা নিম্নদেশে ; কে রোধিবে তারে ?” সেই দণ্ডে পুনঃ রাজিয়া উঠিল ভেরী ঘনঘন হ্রাদে ; আলোড়িয়৷ দশদিশি নিনাদিল শিঙ্গা ; নিনাদে যেমতি, ধূর্জটির করে শৃঙ্গ প্রিলয়ের কালে । চলিল রাক্ষসরাজ রাজপথ বাহি দৃঢ়পদে। কতক্ষণে শুনিলা অদূরে, আক্ষেপিছে কোন রক্ষঃ অভিমানভরে—“পুনৰ্ব্বার দুন্দুভির রবে আহবানিছে সেনাবৃন্দে । কিন্তু, হায়, তচ্ছা নাক্তি হয় আর যাইতে এ রণে । রাবণ কি বিভীষণ, বেষ্ট হ’ক রাজা, কিবা আসে-যায় তাহে ? আমাদের মন্দ ভাগ্যে সমান উভয়ই । স্বজিলা বিধাতা প্রবলের আজ্ঞাবহ করি অভাগারে । দিবানিশি খাটি-খাট,-খাট, স্বেদবিন্দু সহ স্বর্ণখণ্ড লভিলে অভাগা, হয় ভস্মে পরিণত বিধিবিড়ম্বনে । তাঙ্ক অনশন, জীর্ণ চির-মলিন বসন, ভাগ্যে যা’র অনাদি-অনন্ত-কাল, তার’