পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩২০

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ সর্গ। ७o१ SJMA AMMSASAMMMAM M AMSM MS MS MS নীরবে রয়েছ পড়ি এ ধরাশয়নে, প্রিয়তম ; ভাই বলি লও তুলি মোরে। ক্ষম অপরাধ ; চল ফিরি যাই রাজপুরে! উঠ উঠ, মহারাজ, চল যাই ফিরি। শত পদাঘাত সহিব হরষে, নৈকষেয়, আর নাহি আসিব ছাড়িয়া । এ শয়ন, হে বিলাসি, সাজে কি তোমারে? তেয়াগি কোমল শুভ্র মহাৰ্হ শয়ন, কি আবেগে কহ আজি পড়ি ধরাতলে, পঙ্কিল ?—দারুণ তব বাজিছে শরীরে,— উঠ মুছইয়া দেই বসনে আমার। চল ফিরি ঘাই ভাই জননীর কোলে,— কে আছে মায়ের আর ? বটবৃক্ষতলে জুড়ায় পথিক যথা ক্লান্ত দেহ-মন, সেইমত এতদিন তব ছায়াতলে মুখে করিয়াছি বাস। এ ভবসংসারে শোক-দুঃখ-পরিতাপ পীড়ে যে দেহীরে, নাহি জানিতাম কভু ; জানিতাম শুধু রাবণ-অম্বুজ আমি, অগ্রজ রাবণ । ছাড়ি আমা’-সবে এবে, ভাসাইয়া, হায়,