পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిని (ు রাঘব-বিজয় কাব্য রচিলা পবিত্র চিতা সাগরসৈকতে । মৃগচৰ্ম্ম রাখি দ্বিজ চিতার উপরে রচিলেন শেষ শয্যা, হায় শেষ শয্যা, আজি রক্ষেীরাজতরে । বিধিমতে রচি বেদি চিতাশিরোদেশে, রাখিলা অনল মন্ত্রপূত। বেদমন্ত্র পড়ি তানলয়ে, স্বতদধিপূৰ্ণ ক্ৰব নিক্ষেপিলা শবস্কন্ধদেশে। চিতার উপরে তুলি শব, পদদ্বয়ে শকট রাখিল ; উরুযুগে উলুখল ; দারুপাত্র, অরণি, মুষল, রাখিলেন যথাস্থানে শাস্ত্রবিধিমত। আরম্ভিলা পিতৃমেধ । বিহিত বিধানে দিয়া পশুবলি, ঘৃতাক্ত সে পশুমেদে আবরণী রচি, পরাইল কৌণপের কৃষ্ণ-বক্ত,-’পরে । গন্ধ, মালা, অলঙ্কার, বিবিধ বসনে, সাজাইয়া রক্ষেীরাজে, লাজাঞ্জলি দিলা সব রাক্ষসরমণী, কলরবে । আমনি সে অগ্নিহোত্র ল’য়ে বিভীষণ, সপ্তবার করি প্রদক্ষিণ শবে, বেদমন্ত্র পড়ি, বিপরীতমুখ