এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
চতুর্দশ সর্গ। হয়ে মুখাগ্নি করিলা । বিস্তারি ভীষণ তেজে । পুতকাষ্ঠ, সুচন্দন, মণি, মুক্ত, স্থত, অগুরু, সুগন্ধি যত, প্ৰজলিত হুতাশনে দিলা সবে ফেলি । দ্বিগুণ সে হুতাশন জ্বলিল আকাশে ; দাবানল জলে যথা বিশাল কাননে, দূর হতে ভয়ঙ্কর, গগনের পটে । *হর হর বম্ বম্” ধ্বনি, উঠিল আকাশ ভেদি’ রহিয়া রহিয়া । গন্ধবহ বায়ুপথে ধূমপুঞ্জ সহ উড়াইল বায়ুভাগ ; তেজে তেজঃ লীন হ’ল ; জলন্ত স্ফুলিঙ্গরাশি ধূমরাশি সহ ছুটিল অম্বর ভেদি । অম্বুপতি অন্ধুভাগ লইলেন গ্রাসি ; ক্ষিতি-অংশ ক্ষিতি সহ অঙ্গারের রূপে, মিশিল নিমেষমাঝে । ত্রিভুবনজয়ী রাবণের বোমময় দেহ হ’ল লোমে পরিণত । পঞ্চে পঞ্চ মিশাইল বিধির বিধানে । কর্থীকৃত রক্ষেীরাজ হইলেন এবে,—স্বযশে, কুযশে কিব,