বিষয়বস্তুতে চলুন

পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সর্গ । &ふ অক্ষতশরীরে দোহে রয়েছে এখনো ? আমা হতে হবে না সে কভু বৃথা এই মুষ্টি বাধি এতদিন । বৃথায় শাসিমু ধরা ; অনন্ত-কল্লোলময় জলদলপতি, বৃথা নোয়াইলা শির এই দগুদাপে । ত্রিদিবে মেঘবাহন দিকপাল গণে, আর আর দেবদল যত,—নাগ, যক্ষ, গন্ধৰ্ব্ব, কিন্নর,—বৃথায় শাসিনু সবে দুৰ্ম্মদ সমরে । এবে টিটকারি দিবে রাবণে তাহার ? বরঞ্চ তাজিব, তার চেয়ে বরঞ্চ ত্যজিব শতবার এই রাজসিংহাসন, এ রাজমুকুট ; ভিখারীর বেশে বহিরিব এই পুরী হতে ; কিংবা আত্মঘাতী হ’ব ; তবু ফিরি’ দিতে,—নিজ বাহুবলে আনিলাম যা’রে প্রতিজ্ঞা করিয়া, সে প্রতিজ্ঞা আজি মম অপূর্ণ রহিতে, ফিরি দিব তারে ? আম হ’তে হবে না সে কভু ! তবে যদি পার তুমি রক্ষেরাণি, অমানবদনে যাও