পাতা:রাজমোহনের স্ত্রী.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজমোহনের স্ত্রী و تا —কাউকে না । —মপুর ঘোষ, নয় ? —হতে পারে, না হতেও পারে । আচ্ছা, বাক্সটা কি রকমের ? —আমাকে দিচ্ছ কি ? —কি চাও তুমি ? —নগদ দুশো টাকা । —দুটো কি তিনটে কথার জন্যে দুশো টাকা ? বড় বেশি। কিন্তু আমাদের কাজও তো ঢের -—দস্থ্য যেন নিজের মনেই বলিতে লাগিল, সমস্ত রাত ধ’রে একটা কাগজের টুকরো খোজ ! বাক্সটা নিশ্চয়ই শোবার ঘরের লোহার সিন্দুকে আছে ; বাক্সটা দেখতে কেমন জানতে পারলে আর বের করা কঠিন হবে না । তোমার সঙ্গে ছ্যাচড়ামি করা বৃথা— বেশ, তোমার কথাতেই রাজি । রাজমোহন বলিল, বাক্সটা হাতির দাতের, ডালার ওপর সোনা দিয়ে লেখা তিনটি ইংরেজী অক্ষর—তার নামের প্রথম অক্ষর তিনটি । দম্ব বলিল, সবই তো পাকাপাকি কথা হ’ল। এখন তুমি আমার সঙ্গে এস, দলের লোকের সঙ্গে কথা বলা যাক। আমরা একটা জায়গ ঠিক ক’রে দেব, তুমি সেখানে আমাদের সঙ্গে যোগ দেবে। এস, আর দেরি করার সময় নেই, চাদ ডুববার সঙ্গে সঙ্গে কাজ আরম্ভ করতে হবে। গ্রীষ্মকালের রাত—বডড শিগগির ফুরিয়ে যায়। এই বলিয়া দস্থ্য ও তাহার সহকারী ধীরে ধীরে দেওয়ালের ছায়ার আড়াল ছাড়িয়া পরস্পর কিছু ব্যবধান রাখিয়া বনের পথ ধরিয়া চলিতে চলিতে অচিরকালমধ্যে এক অন্ধকার স্থানে আসিয়া মিলিত হইল এদিকে মাতঙ্গিনী বিস্ময়ে ও আতঙ্কে বিমূঢ় হইয়া মেঝেতে লুটাইয় পড়িল ।