পাতা:রাজযোগ.djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজযোগ ধ্যান করেন, তখনই অন্যান্ত সমুদয় বস্তুকে মন হইতে সরাইয়া দিতে পারেন। তিনি ষে বিষয় ধ্যান করেন, সে বিষয়ের সহিত এক হইয়া যান (তৎস্থিতত ও তদঞ্জনতা ) ; যখন তিনি ধ্যান কবেন, তিনি যেন একখণ্ড স্ফটিকতুল্য হইয়া যান। পুষ্পের নিকট স্ফটিক থাকিলে, ঐ স্ফটিক যেন পুষ্পের সহিত একরূপ একীভূতই হইয়া যায়। যদি পুষ্পটি লোহিত হয়, তবে স্ফটিকটিও লোহিত দেখায়, যদি পুষ্পটি নীলবর্ণবিশিষ্ট হয় তবে, স্ফটিকটিও নীলবর্ণবিশিষ্ট দেখায় । তত্ৰ শব্দার্থজ্ঞানবিকল্পেঃ সঙ্কীর্ণ সবিতর্ক সমাপত্তিঃ ॥ ৪২ ॥ সূত্রার্থ।—শব্দ, অর্থ ও তৎপ্রসূত জ্ঞান যখন মিশ্রিত হইয়া থাকে, তখনই তাহা সবিতর্ক অর্থাৎ বিতর্কযুক্ত সমাধি বলিয়া কথিত হয়। ব্যাখ্যা । এখানে শব্দ অর্থে কম্পন। অর্থ অর্থে যে স্বায়বিক শক্তিপ্রবাহ উহাকে লইয়া ভিতরে চালিত করে, আর, জ্ঞান অর্থে প্রতিক্রিয়া । আমার এ পর্য্যন্ত যত প্রকার সমাধির কথা শুনিলাম, পতঞ্জলি এসকল গুলিকেই সবিতর্ক বলেন। ইহার পর তিনি আমাদিগকে ক্রমশঃ, আরও উচ্চউচ্চ সমাধির কথা বলিবেন । এই সবিতর্ক সমাধিগুলিতে আমরা বিষয়ী ও বিষয়—এই দুইটি সম্পূর্ণরূপে পৃথক রাখিয়া থাকি ; উহ শৰ, উহার অর্থও তৎপ্রস্থত জ্ঞানমিশ্রণে উৎপন্ন হয়। প্রথম বাস্থকল্পন—শবা ; উছ। ইন্দ্রিয়প্রবাহদ্বারা ভিতরে প্রবাহিত 為Vア*