পাতা:রাজযোগ.djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজযোগ এই দুই ভাগে বিভক্ত। সুতরাং যখন ইজিয়গণ সংঘত হইবে, তখন যোগী সৰ্ব্বপ্রকার ভাব ও কাৰ্য্যকে জয় করিতে পারিবেন। সমুদয় শরীরটিই তাহার অধীন হইয়া পড়িবে। এইরূপ অবস্থা লাভ হইলেই মামুৰ দেহধারণে আনন্দ অনুভব করে। তখনই, সে যথার্থ সত্যভাবে বলিতে পারে যে, “আমি জন্মিয়াছিলাম বলিয়া আমি সুখী।” যখন ইন্দ্রিয়গণের উপর এইরূপ শক্তিলাভ হয়, তখনই বুঝিতে পারা যায়, এই শরীর যথার্থই অতি অদ্ভুত পদার্থ।

  • ૨૮:૧૭