পাতা:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উনবিংশ পরিচ্ছেদ । vو : করিলে। আজ মুসলমানকে দেখাইতাম যে রাজপুত কেমন করিয়া মরে!” । মণিকলাল বলিল, “মহারাজ ! মোগলকে সে শিক্ষা দিবার জন্য মহারাজের অনেক ভৃত্য আছে। সেটা রাজকার্ধ্যের মধ্যে গণনীয় নহে! এখন, উদয়পুরের পথ খোলস। রাজ"ধানী ত্যাগ করিয়া পৰ্ব্বতে পৰ্ব্বতে পরিভ্রমণ করা কৰ্ত্তব্য নহে । এক্ষণে রাজকুমারীকে লইয়া স্বদেশে যাত্র করুন।” রাজসিংহ বলিলেন, “আমার কতকগুলি সঙ্গী এখন ও দিকের পাহাড়ের উপল্ল আছে—তাহাদের নামাইয়া লইয়৷ যাইতে হইবে।” মাণিকলাল বলিল, “আমি তাহাদিগকে লইয়া যাইব । * আপনি অগ্রসর হউন। পথে আমাদিগের সঙ্গে সাক্ষাৎ হইবে।” রাণা সম্মত হইয়া, চঞ্চলকুমারী সহিত উদয়পুরাভিমুখে যাত্রা করিলেন । a. উনবিংশ পরিচ্ছেদ রাণীকে বিদায় দিয়া, মাণিকলীল রূপনগরের সেনার পশুযুৎ পশ্চাৎ পৰ্ব্বতারোহণু করিল। পলায়নপরায়ণ,মোগলসেন তৎকর্তৃক তড়িত ইয়া ষে যেখানে পাইৰ পলায়ন করিল। তখন মাণিকুলাল রূপনগরের সৈনিকদিগকে বলিলেন; ৷