পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৩১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রত্ন-রহস্ত। مؤلألا স্বচ্ছ গুরু (ভারি), স্ট্রি, অরজস্ব স্বরাগ-এই পাঁচটা মহাগুণ। এতা গুণযুক্ত মরকত ধারণে পাপ নাশ হয় । স্বচ্ছ-নিৰ্ম্মল । গুরু—ওজনে ভারি। অরজস্ক—রেণুবর্জিত। মুরাগ-বর্ণাধিক্য বা সকল দিকে সমালঞ্জ ফলশ্রুতি । “গজবাজিরথান দত্ত্ব বিপ্রেভো বিস্তরদ্ধি মে। তৎফলং সমবাপ্নোতি শুদ্ধে মরক্ষতে ধৃতে ॥ ধনধান্যাদিকরণে তথা সৈন্যক্রিয়াবিধোঁ । বিষরোগোপশমনে কৰ্ম্মস্বাথর্বণেষু চ | শস্ততে মুনিভিৰ্যন্মদিয়ং মরকতোমণি ॥” ব্রাহ্মণকে হস্তী, অশ্ব ও রথ দান করিলে যে ফল হয়, নির্দোষ মরকত ধারণ করিলেও সেই ফল হইয়া থাকে। মুনিগণ বলিয়াছেন যে, ধনধান্যাদি-ঘটিত কাৰ্য্যে, সৈনিককার্য্যে, বিষচিকিৎসায় ও অভিচারাদি কাৰ্য্যে এই মণি অর্থাৎ মরকতমণি অতি মু প্রশস্ত | - & স্নানাচমনজপ্যেষু রক্ষামন্ত্রক্রিয়াবিধে । দদদ্ভির্গোহিরণ্যানি কুৰ্ব্বদ্ভিঃ সাধনানি চ ॥” “দেবপিত্র্যাতিথেয়েৰু গুরুসম্পূজনেষু চ । বাধ্যমানেষু বিষমে দোষজতৈর্বিষোদ্ভবৈঃ ॥ দোষৈহীনং গুণৈযুক্তং কাঞ্চনপ্রতিযোজিতম্। ংগ্রামে বিবদদ্ভিশ্চ ধাৰ্য্যং মরকতং বুধৈঃ ॥” স্নান, আচমন, জপ, রক্ষাকাৰ্য্য, মন্ত্রপ্রয়োগ ও তদনুষ্ঠানে এবং যাহারা গোহিরণ্যাদি দান করিবেন, সাধনা করিবেন, তাহারা দেব,পিতৃ ও অতিথি-সৎকারকলে ও গুরুপূজাকালে সুবর্ণযুক্ত নিৰ্দেধি ও গুণযুক্ত মরকত ধারণ করবেন। যাহার যুদ্ধে বিবাদ করিবেন তাহারাও উহা ধারণ করবেন। পরীক্ষী । অন্যান্ত মণির স্তায় ইহাও কৃত্রিম, কি অকৃত্রিম, জাত্য, কি বিজাত্য, তাহ পরীক্ষা করিতে হয় । - રાત્મક