পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৩৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रङ्ग-प्लङ्छ । وية لا দুই পাখে দুখানি ছোট হীরা ও মধ্যে একখানি উত্তম বড় হীরা যদি কালিত করিয়া অর্থাৎ তারের দ্বারা বন্ধন করিয়া অঙ্গুরীয়ক প্রস্তুত করা হয়, তবে তাহার নাম ত্রিহীরক । ইহা অতি উত্তম । শুক্তি-মুদ্রিকা। — “যত্ত নাগফণাকারং বহুরত্নবিভূষিতম্। অঙ্গুলীবলয়ে বঞ্জৈৰ্ব্বেষ্টিতে শুক্তি-মুদ্রিক ॥” যাহা ক্ষণিফণার আকারে গঠিত ও বহুরত্নে বিভূষিত এবং যাহার বলয়ভাগ হীরকে বেষ্টিত, তাদৃশ অঙ্গ রায়ের নাম গুক্তি-মুদ্রিক। মুদ্র, মুদ্রিক, অঙ্গুলিমুদ। — “সাক্ষরাইস্কৃলিমুদ্র স্তাৎ ” সেই সেই প্রকারের অঙ্গুরী যদি অক্ষরযুক্ত অর্থাৎ নাম-খোদিত হয়, তবে তাছার তিন নাম মুদ্র, মুদ্রিক ও অঙ্গুলমুদ্রা । অন্তৈশ্চ বিবিধৈরত্নৈঃ সন্নিবেশবিশেষতঃ । নানারূপাভিধানৈশ্চ কল্পিত মুদ্রিকা: শুভা; ॥” অন্তান্ত বিবিধ রত্বের দ্বারা বিশেষ বিশেষ সন্নিবেশ অর্থাৎ 'ভন্ন ভিন্নভাবে সাজান বা গঠনের দ্বারা নানাপ্রকারের ও নান' নামের মুদ্রিক নিৰ্ম্মি গু হইয়া থাকে । কটিভূষণ । [ কাঞ্চী—মেখলা—রসনা-কলাপ-কাঞ্চীদাম-শৃঙ্খল } কাঞ্চী – - একষষ্টির্ভবেৎ কাঞ্চী--” এক “লহর” হীরাকৃতি অথবা রজজুর আকৃতি কটিভূষণের নাম কাঞ্চী । এক্ষণে ইহা “গোটু’ নামে খ্যাত । মেখলা -- “মেখলাত্বষ্টযষ্টিক৷ ” ৮ লহরী কাঞ্চার নাম মেখলা। এখনকার “চন্দ্রহার” আর পূর্বকালের

  • মেখলী” প্রায় একাকার ।

3. ●ላ8