পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

θώ ভারত-রহস্ত । তর্জনী ও মধ্যম এই অঙ্গুলিদ্বয়ের অন্তরালে বৃদ্ধাঙ্গুলি প্রবিষ্ট করতঃ মুষ্টি • বন্ধন করিলে তাহ “বজ্র মুষ্টি” বলিয়া অভিহিত হইবে। এই মুষ্টি স্থল বাণ ও নারাচ বাণ পরিত্যাগ কালে বিধেয়। সিংহ কর্ণ। “উত্তানাঙ্গুষ্ঠমূলেন সৰ্ব্বাঙ্গুল্যঃ প্রপীড়িতাঃ । কুঞ্চিতা: সিংহকর্ণ স্থাৎ ধনুঃ সম্পীড়নে স্মৃত: ” বৃদ্ধাঙ্গুষ্ঠকে সিংহ কর্ণের ন্যায় উত্থাপিত করিয়া তাহার মূলদেশ দ্বারা সমুদয় অঙ্গুলি কুঞ্চিত ও সম্পীড়িত অর্থাৎ চাপিয়া ধরিবেক । এতাদৃশ মুষ্টির নাম সিংহ কর্ণ এবং ইহা ধনুক ধারণ কালে প্রশস্ত। কেহ কেহ বলেন ইহা গুণাকর্ষণেষ্ট প্রযোজ্য । মৎসরী । “অঙ্গুষ্ঠনথমূলে তু তর্জন্তাং সুসংস্থিতম্। মৎসরী সা চ বিজ্ঞেয় চিত্রলক্ষ্যস্ত বেধনে ৷” বৃদ্ধাঙ্গুলির নথের মূলস্থানে তর্জনীর অগ্রভাগ সুদৃঢ়ৰূপে সংস্থাপন পূৰ্ব্বক মুষ্টি প্রস্তুত করিলে তাহ “মৎসরী” নাম প্রাপ্ত হয়। এই মুষ্টি চিত্র লক্ষ্য বেধ কালে বিধেয় । (চিত্র লক্ষ্য কি ? তাহ পশ্চাৎ ব্যক্ত হইবে ) কাকতুণ্ডী । “অঙ্গুষ্ঠাগ্রে তু তর্জন্ত মুখমেব নিবেশিতম। কাকতুণ্ডী চ সা জ্ঞেয়া স্থঙ্কলক্ষ্যেষু যোজিত ॥” বৃদ্ধাঙ্গুলির অগ্রভাগে তর্জনীর মুখ যদি দৃঢ় সন্নিবিষ্ট হয়, তাহা হইলে তাহ কাকতুণ্ডী নামক মুষ্টি হয়। এই মুষ্টি গুণ ধারণ কালে ও স্বক্ষ লক্ষ্য বেধকালে প্রযোজ্য । ধনুমুষ্টি । গুণ ধারণ মুষ্টির স্তায় ধনুধারণের মুষ্টির নিয়ম অর্থাৎ বিশেষ কাএদা আছে। ধনুধারণের মুষ্টিগুলি বাম হস্তের দ্বারা বিধেয় এবং তাহা তিন প্রকার । তাহার নামান্তর ধমুমুষ্টি ও সন্ধান। যথা—