পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আসি । t; ৬ কান্তিলোঁহ বা নিরঙ্গ । “নিরঙ্গং রৌপ্যপত্রাভমীষন্নীলনিভঞ্চ যত । দুর্লভং তন্মহামুল্যং কাস্তিলোঁহং প্রচক্ষতে ॥” যাহা কাস্ত লৌহের দ্বারা নিৰ্ম্মিত ও যদঙ্গে রৌপ্য পত্রাকার চিহ্ন দৃষ্ট হয় এবং বর্ণ অল্প নীল-এরূপ আসি দুলভ ও মহামূল্য । ৭ দমন বক্ত । “অঙ্গং দমনপত্রভিমঙ্গে যস্মিন প্রতীয়তে । বিদ্যাদমনবক্তৃত্ব তীক্ষধারং মহা গুণম্ ॥ যাহার অঙ্গে দমন পত্র অর্থাৎ দেন। নাম ক বৃক্ষের কিম্বা কুন্দ বৃক্ষের পত্রাকার চিহ্ন জন্মে—তাহার নাম দমন বক্ত । এই দমন বহু অসি প্রায়ই তীক্ষধার ও মহাগুণশালী হয় । ৮ কাল খড়গ । “কৃষ্ণভূমিমুবর্ণভমীষৎ বজ্রাগসঙ্গতম্। ডাছনীবঞ্জকং বিদ্যাৎ কালসংজ্ঞমথ পরে ॥ " যাহার ক্ষেত্র কাল, পরন্তু তাহার আভি যদি সুবর্ণ বর্ণ হয়, আর যদি তাহতে অল্প বজ্র চিহ্ন থাকে, তবে তাহাকে “ডাছনী বঞ্জ’ বলিয়া জানিবে । কেহ বলেন, এতদ্রুপ লক্ষণাক্রান্ত খড়েগর নাম “কালখড়গ” । ৯ নকুলাঙ্গ । “উৰ্দ্ধগং কপিলাভাসমঙ্গং যস্মিন প্রতীয়তে । নকুলাঙ্গন্তু তং বিদ্যাৎ স্পর্শে যস্যাহিনাশনম্।” যাহার অঙ্গে উদ্ধগামী কপিল ছাতি দৃষ্ট হয়—তাহার নাম নকুলাঙ্গ। এই নকুলাঙ্গ অসির স্পর্শে সপও প্রাণত্যাগ করে। ১০ ক্ষুদ্র বজ । ‘আলীক মালিকা ধস্ত ক্ষুদ্রাঙ্গং কুণ্ডলীকৃতম্। ক্ষুদ্রবঞ্জকনামানং প্রাহ নাগাজনে মুনিঃ ” যাহার শরীরে কুগুলীকৃত ক্ষুদ্র ক্ষুদ্র অসীকমাল দৃষ্ট হয়—নাগাজুন মুনি তাহাকে ক্ষুদ্র বজ নামে প্রখ্যাত করেন।

  • *