পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৪৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$6:\r রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র একখানি প্রাচীন দলীল • নিয়ে একখানি দলীলের প্রতিলিপি প্রকার করা গেল। দলীলের তারিখ সন ১১২৫ সাল, ১৭ই ফান্ধন। দলীলের মৰ্ম্ম এইকপ,—জয়পুরের মহারাজ সেওয়াই জয়সিংহের সভায় কয়েক জন বঙ্গদেশীয় বৈষ্ণবের সহিত তর্দেশীয় পণ্ডিতদের ধৰ্ম্মসংক্রান্ত বিচার হয়। স্বকীয়া ভজন ও পরকীয়া ভজন, ইহার মধ্যে কোনট। প্রশস্ত, তাহাই বিচারের বিষয়। পশ্চিমদেশীয় পণ্ডিতেরা স্বকীয়ার পক্ষপাতী ও বঙ্গদেশীয়ের পরকীয়ার পক্ষপাতী ছিলেন। বাঙ্গালার পণ্ডিতেরা পরাজয় স্বীকার করেন। পরে তাহাদের অনুরোধে মহারাজ জয়সিংহ তাহার সভা দিগ্বিজয়ী পণ্ডিত কৃষ্ণদেব ভট্টাচাৰ্য্যকে বাঙ্গালা দেশে প্রেরণ করেন। বাঙ্গালার পণ্ডিতের র্তাহার সঙ্গে প্রত্যাবৰ্ত্তন করিয়া বৈষ্ণবসম্প্রদায়ের প্রধান প্রধান আচার্য্যগণকে আহবান করিয়া বিচারার্থ উপস্থিত হন। নবাব জাফর খা (মুর্শিদ কুলি থ1) বাঙ্গালার তদানীন্তন শাসনকৰ্ত্তা । তাহার অনুমতিক্রমে, সম্ভবতঃ তাহার নিয়োগ ক্রমে, এই বিচার হয়। এই বিচারে পরকীয়ামতাবলম্বী বাঙ্গালী বৈষ্ণবেরা জয়লাভ করেন। এই জয়লাভের পর যে সকল বাঙ্গালী পণ্ডিত পশ্চিমে পরাজিত হইয়া স্বকীয়া মত অবলম্বনে বাধ্য হইয়াছিলেন, তাহারা বাঙ্গালার পরকীয়াবাদী বৈষ্ণবগণের পঞ্চ পরিবার হইতে খারিজ হইয়৷ এই ইস্তফাপত্র লিখিয়া দিতে বাধ্য হইয়াছিলেন। দলীলের সাক্ষিগণের মধ্যে বিভিন্ন স্থানের ব্রাহ্মণ পণ্ডিত ব্যতীত কয়েক জন মুসলমান রাজকৰ্ম্মচারীর নাম আছে। সম্ভবতঃ ইহারা নবাবের নিযুক্ত। দলীলে নবাবের ও নবাব কৰ্ম্মচারীদের মোহর স্বাক্ষর প্রভৃতি যথারীতি বর্তমান। ডাহাপাড, মহিমাপুব প্রভৃতি স্থান মুর্শিদাবাদেব সমীপবর্তী, ইহাতে বোধ হয়, মুর্শিদাবাদে নবাব-দরবারেই বিচার হইয়াছিল। শ্ৰীনিবাস আচার্য্যের বংশধর রাধামোহন ঠাকুর বাঙ্গালী পক্ষের অধ্যক্ষ ছিলেন । এই রাধামোহন ঠাকুর বৈষ্ণবসমাজে স্বপরিচিত। ইনি পদামুতসমুদ্রের সঙ্কলনকর্তা বলিয়া বিখ্যাত। মুর্শিদাবাদ জেলা কান্দি সবডিবিশনের অন্তর্গত মালিহাটি গ্রামে ইহার নিবাস ছিল। সেই গ্রামে র্তাহার বংশীয়ের অদ্যাপি বাস করিতেছেন। আমার বন্ধু টেয়া-নিবাসী শ্ৰীযুক্ত ক্ষেত্ৰগোপাল গুপ্তের নিকট প্রথমে এই দলীলের কথা শুনিতে পাই। মূল দলীলখানি রাধামোহন ঠাকুরের বংশধরগণের নিকট মালিহাটি গ্রামেই বৰ্ত্তমান ছিল। কিছু দিন পূৰ্ব্বেও ঐ দলীলখানি সেই স্থানে ছিল শুনিয়াছি , সম্প্রতি আমি ঠাকুর মহাশয়গণের বাটী অনুসন্ধান করিয়া এ পর্য্যস্ত কৃতকাৰ্য্য হই নাই। মালিহাটির নিকটবৰ্ত্তী টেয়া গ্রাম নিবাসী পূজ্যপায় ঐযুক্ত নিতাইচাঁদ মুখোপাধ্যায় মহাশয়ের নিকট মূল দলীলের প্রতিলিপি বর্তমান আছে শুনিয়া তাহার নিকট হইতে সেই প্রতিলিপি আনাইয়াছিলাম ১

  • ১৩•৫ সালের সাহিতা-পরিষৎ-পত্রিকায় ২৭১ পৃষ্ঠে প্রযুক্ত কালিদাস নাথ কৰি জগদানন্দ প্রসঙ্গ স্ট পলক্ষে এই জলীলের উল্লেখ করিয়াছেন দেখিলাম । কিন্তু সে স্থলে বাৰ জাক্ষর থাকে স্বাক্ষ

नैौङ्गखांकब्र यजेिम्न ऍल्लथ झईब्रारक ।