বিষয়বস্তুতে চলুন

পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য্য উপাখ্যান । Nう〉 চরণ প্রকাশ করিয়াছিলাম এক্ষণে ঐ সকল অপরাধ মার্জন কর, আর সারীর নিকট উপস্থিত হইয়া কহিল, ওরে দুশ্চরিত্রে পক্ষিণি! তুমি পত্নীকে মিথ্যা অপবাদে অপরাধিনী করিয়া অ|মাদের উভয়ের প্রণয় ভেদ করিতে চেষ্টা করিয়াছ, ইহা বলিয়৷ তাহার শিরশ্চেদন করিলেন, অনন্তর ছাদোপরি ছিদ্র, জলাধার, প্রস্তরকণা ইত্যাদি দেখিয় তাহার স্ত্রীর ধূৰ্ত্তত জ্ঞাত হইলেন, এবং অকৃতাপরাধ বিহঙ্গমের বিনাশ জন্য বিলাপ করিতে লাগিলেন, এবং সংসারাশ্রমে জলাঞ্জলি দিয়া সৰ্ব্বস্ব বিক্রয়পূর্বক পুণ্য তীর্থে যাত্র করিলেন। তাৎপর্য্য । ইহা কহিয়া শিক্ষক কহিলেন, হে রাজন! দেখ সাধু পত্নীবাক্য ইষ্টজ্ঞানে নিদোষিণী সারিকারপ্রাণ বধ করিলেন, রাজ কহিলেন, অশেষ গুণমালিনী সারীর নিধনে আমি অত্যন্ত দুঃখিত হইলাম, অতএব আমি বিশ্বাসঘাতিনী নারীর কথায় কদাচ পুত্রকে বধ করিব না, অনন্তর আচার্য অধীশ্বরকে আশীৰ্ব্বাদ করিয়া আপন আবাস আগমন করিলেন। এক রাঢ় তাহার সপ্ত পণ্ডিঙের কৌশলদ্বারা অন্ধ তই নাছিলেন, এবং মারলি ননামক এক বালকের পরামর্শনুসারে স্থাহীদের মলুকচ্ছেদন করিয়া পুনৰ্ব্বার দুটি প্রাপ্ত হয়েন, এই উদাহরণদ্বারা মহিষী মঙ্গীপালকে পুত্র বধে উৎসাহ প্রদান করেন। নৃপনন্দন নিধন হয় নাই শ্রবণমাত্র রাণী পাগলিনী প্রায় ক্ৰন্দন করিতে লাগিলেন, রাজ প্রেয়সীর ঈদৃশী দশ দর্শন করিয়া