বিষয়বস্তুতে চলুন

পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S& সপ্তাচার্য্য উপাখ্যান । কারণ জিজ্ঞাসা করিলে তিনি কহিলেন, মহারাজ ! আপনার অপত্যকর্তৃক যেরূপ অপমানিত হইয়াছি তাহাতে আমার ক্ষণমাত্র জীবিত থাকিতে বাসন নাই, আর আপনি পুত্রকে বধ করিবেন স্বীকার করিয়াছিলেন, কিন্তু এক্ষণে সে সকল বিস্মৃত হইলেন, ইহাতে আমার বোধ হইতেছে যে রোমাধিপতি এক রাজা তাহার সপ্তীগর্যের বশীভূত হইয় যেরূপ অন্ধ হইয়াছিলেন, আপনারও সেইরূপ দুৰ্দশ ঘটিবে। রাজা এই উপাখ্যান শ্রবণে কৌতুকাবিষ্ট হইয়া কছিলেন, পুত্ৰকে কেবল এক দিবসের জন্য জীবিত রাখিয়াছি, এজন্য যে তাহার প্রাণ দান করিয়াছি এমত বোধ করিও না, ইহাতে রাণী পরম আহলাদ প্রাপ্ত হইয়া কহিলেন, মহারাজকে সতর্ক করণার্থ আমি এই ইতিহাস আরম্ভ করি, শ্রবণ কর । ইতিহাস । রোম নগরে এক রজার সপ্ত সভাপণ্ডিত ছিলেন, তিনি তাহ|দের পরামর্শ ব্যতীত কোন কার্য্য করিতেন না, সুতরাং তাহারাই রাজ্যশাসন করিতেন এবং কৌশলদার রাজাকে এক প্রকার অন্ধ করিলেন, রাজা রাজপুরীহইতে বহির্গত হইলে অন্ধ হইতেন, এইরূপে রাজাকে দৃষ্টিরহিত করিয়া অতুল ঐশ্বর্যাস্বামী হইলেন, কিন্তু প্রতিকার উপায় জানিতেন না, সুতরাং ভূপতি এইরূপ অবস্থায় কাল যাপন করিতে লাগিলেন । - এতদ্ভিন্ন তাহারা ধন উপার্জনের আর এক উপায় করিয়|ছিলেন, রাজ্যমধ্যে ঘোষণা করিলেন যে যাহার কোন দুরূহ