পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজনু । SS আসক্ত অনলে জ্বালাইয়ে তব দেহ ! মিছ মিছি জীবনেরে কেন-কষ্ট দেহ ॥ মনেরে প্রবোধ দিয়ে চুলহ ভবনে । তোমার কারণে কার সুখ নাহি মনে ॥ আমাদের কথা মজনু রাখ হে এক্ষণে । বাস না করিহ অrর এ ঘোর গহনে ৷ নগরেতে আছে চারু কুহুম কানন । যাহার সৌরভে সদা জুড়ায় জীবন। জাতি যুতি বেল আর মল্লিক। বকুল । তব অংশে অাছে তার হইয়ে ব্যাকুল : তব লাগি গন্ধরাজ দিবস যামিনী । পথ পানে চেয়ে অাছে যেন পাগলিনী । গোলাপের গন্ধে দিক করে আমোদিত । শোকেতে কাতরা তারা নহে বিকশিত | কমল কুমুদ যত সরোবর মাজে । তোমার বিরহে অাছে অতি হীন সাজে । ভ্রমর আইলে কাছে নাহি করে কোলে । • সমীরণ ভরে আর কখনো না দোলে । স্বচরু টগর জবা সদা করে খেদ । সহিতে ন পারে আর তোমার বিচ্ছেদ ॥ স্বৰ্য্যমুখী অধোমুখী না মিলে নয়ন।