পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২২ লয়লা মজুত্ব । f তোমরা সবে | একে জ্বলে মরি, কেন তুমুপরি, বাক্য বৃষ্টি করি । জ্বলাও তবে | আমার বিহনে, কাতর স্বজনে, নাহও এক্ষণে, বৃথায় আর । নাহি থাক বনে, যাহ নিকে তনে, আমি প্রিয়া ধনে করেছি সার ॥ যাহার কারণ, দহিছে জীবন, নহিলে সেজন, কে করে শান্ত । হয়েছি পাগল, ত্যজেছি সকল, বচন নিস্ফল, কবে একান্ত || নাহি যাব ঘর, কানন ভিতর, আর নাহি ডর, রব পড়িয়ে । প্রিয়ার লাগিয়ে আল্পীয় ত্যজিয়ে, সন্ন্যাসী হইয়ে আছি.বসিয়ে !! লয়লার কাপ, অতি অপৰূপ, সে ৰূপ স্বৰূপ, নাহি কোথায় । করি তার নাম, কৃরিগে বিরাম, বিধি হল বাম, বড় অামায় | তাহার বিহনে, কি কাজ জীবনে, ত্যজিব জীবনে জীবন মোর ।