পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজন্ম । ১৬৩ বিস্মরণ কিন্তু মোরে না হবে স্থলুরি। আমি পরকালেও তোমার আশা করি | এ জন্মের মত বুঝি হলাম বিদায় । দগ্ধ হল প্রাণ মোর বিরহ স্বালায় ॥ এত বলি প্রেয়সীৱ চুম্বিয়ে বদনে । বিদায় হইলা ধীর সজললোচনে । অনন্তর বনে মজুন মন,দুঃখে চলে ? লয়লার উষ্ট্র গিয়ে মিলিল সে দলে | শোকাতুর রসবতী সজল নয়ন। সকাতরে দল সহ করিল গমন । নিজালয়ে গিয়ে সতী বিষম বিরছে । ধরিতে ন পারে প্রাণ কান্ত ধ্যানে রহে ॥ আহার নিদ্রাদি,তু্যাগ করিলেন ধনী । সৰ্ব্বদা চঞ্চল যেন মণি হারা ফণী ৷ ক্ষণে অচেতন হয় ক্ষণে সচেতন । ক্ষণে ক্ষণে মোহ যায় ক্ষণেকে কম্পন । ক্ষণেক শয্যায় পড়ে ক্ষণেক ধরায় । ক্ষণেক সখীর কোলে পড়েন ত্বরায় ৷ বলে সখি কই মোর প্রাণের রতন । তিনি বিনা মোরে কেন করিস যতন । সন্তান বিহীনে বৃথা যেমন সংসার ।