পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

《》 《》 লয়ল! মজুলু t বুখা মম সকল সংসার । কৃপা করি এই দীনে, দিন দিয়া দিনে দিনে, মৰ্ম্ম ব্যথা ঘুচাও আমার ! রাজার বিষাদ শুনি, মুনি মহা দুঃখ গুণি, কহিলেন কয়েসে তখন }, ত্যজি হেন রাজ্য ধন, পিতা মাত আয়জন, কেন ভ্রম বন উপবন ॥ মজি প্রেম পারাবারে, মায়। পাশ একেবারে, কেন কেন করিলে ছেদন । পিরীতে মজিয়ে গিয়ে, কুলে জলাঞ্জলি দিয়ে, ছদ্ম বেশ করেছ ধারণ ॥ অতএব যুক্তি ধর, মিছে প্রেম প্রেম কর, মন মুখে রহ গৃহবাসে । উন্মাদ হইলে কেন, জনক জননী হেন, হেলা কর, পোড়া প্রেম অাশে । না বুবা তাঙ্গার মৰ্ম্ম, কুলটার কুতোধৰ্ম্ম, বাহিরেতে স্নেহ প্রকাশয় । অন্তরে গরল ভার, বুঝে উঠে সাধ্য কার, ছলে কলে কত কথা কয় । মজুমু শুনি এ বাণী, যোড় করি দুই পাণি, কহিতেছে মুনি সন্নিধানে।