পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজুন | כף সদ! ইচ্ছা ৰূপ তার দেখিবে কেমনে। “ক্ষুধ তৃষ্ট নাহি সদা সেই ৰূপ ধ্যান । প্রেমেতে উন্মত্ত হয়ে হারাইল জ্ঞান ৷ ভূপাল তনয়ে দেখিপাত্র মিত্ৰগণ । যত উপদেশ-দেন না করে শ্রবণ ৷ ভাবিয়ে চিন্তিয়ে শেষে সকলে সত্বর । সকল বৃত্তান্ত কহে হুপের গোচুর ॥ ব্যাকুল হইল রাজা এসব শুনিয়ে । দুঃখানলে দগ্ধ হন পুত্রের লাগিয়ে । কহে হায় কেব। দিল দারুণ সংবাদ । সাধিল প্রমোদে মোর বিষম প্রমাদ। আরব পতির পূত্র কয়েস স্থজন । ক্ষিগু প্রায় হইয়াছে যাহার কারণ ॥ যে কারণে সে জন সংসার ত্যজিয়াছে । মম পুত্র সেই ৰূপ ক্ষিপ্ত ছয় পাছে ৷ ইহার উপায় নাই লয়লা বিহনে । এই যুক্তি স্থির তবে করে মনে মনে । পাত্র মিত্র সভাসদে কহিল তখন। অীরব নগরে অমি করিব গমন | অনুমতি পেয়ে সবে ত্বরায় সাজিল । ভূপতির সঙ্গে সবে গমন করিল।