পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজুনু । ԵG রাঞ্জ স্থত কহে যত প্রেমের প্রসঙ্গে । লয়লা সতীর যেন বীণ বিধে তাঙ্গে । প্রেমের অাবেশে বর হইল অপর । ক্ষণে উঠে ক্ষণে বসে স্টারে জরজর । বুঝহ ভাবেতে ষত রসিক মুজন । অগ্নির প্রভাবে যেন ঘৃতের গলন । অস্থির হইয়ে ভূপ ধরে তার করে । লয়ল। মারিল লাথি মাথfর উপরে ৷ লাথি খেয়ে পড়ে ভূপ ধরায় ত্বরায় । ন ছিল এমন কেহ ধরে আসি তায় ৷ বিষম কাতর বর দুঃখে দেহ দহে । তাবার ভাবেন পেটে খেলে পিটে সহে }} এবার লয়লা বুঝি ভূজিবে আমায়। অবীর ধরায় বসি ধরে তার পায় ॥ পুন রাগ ভরে ধনী পদাঘাত করে । অচেতনে পড়ে ভূপ ভূমির উপরে । ক্রোধেতে লয়ল কহে করিয়ে তৰ্জ্জন | চাহ দুষ্ট পর দ্রব্য করতে হরণ । কেমন সাহস তোর মনে ভয় নাই । হইবে আমার পতি ভেবেছ কি তাই । শুন রে দুৰ্জ্জন তোরে করি আমি মান ।