বিষয়বস্তুতে চলুন

পাতা:লালন-গীতিকা.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ड्रधिको هلها রবীন্দ্রনাথ লালন ফকিরের যে গানগুলি সংগ্ৰহ করিয়াছিলেন তাহার ভিতর হইতে কুড়িটি গানই তিনি প্রকাশ করিয়াছিলেন, বাদবাকি গানগুলি তাহার নিকটেই ছিল। বর্তমানে এই গানগুলি বিশ্বভারতীর ‘রবীন্দ্র-সদনে সংরক্ষিত আছে । ‘বাংলার বাউল ও বাউল গান গ্রন্থের রচয়িত ডক্টর উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় শিলাইদহনিবাসী শ্ৰীযুত শচীন্দ্রনাথ অধিকারী মহাশয়ের (ইনি দীর্ঘদিন শিলাইদহে ঠাকুর-এস্টেটের কর্মচারী ছিলেন ) নিকট হইতে জানিয়াছেন, রবীন্দ্রনাথ সম্ভবতঃ কুষ্ঠিয়া মহকুমার অন্তর্গত সেউড়িয়ায় অবস্থিত লালন ফকিরের আখড়া হইতে লালন ফকিরের গানের খাতা আনাইয়া তাহার এস্টেটের এক পুরাতন কর্মচারী বামাচরণ ভট্টাচার্য মহাশয়কে দিয়া গানগুলি নকল করাইয়া লইয়াছিলেন । এই সংগ্রহে মোট ২৯৮টি গান আছে । রবীন্দ্রনাথ লালন ফকিরের যে কুড়িটি গান প্রকাশ করেন তাহার পরে লালন ফকিরের লোকমুখে সংগৃহীত অনেকগুলি গান অধ্যাপক মুহম্মদ মনসুরউদ্দীন সাহেবের সম্পাদিত ‘হারামণি’ ( দুই খণ্ড ) নামক লোকসঙ্গীত-সংগ্রহ গ্রন্থে প্রকাশিত হইয়াছে । ইহার পরে অধ্যাপক ডক্টর উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লালন ফকিরের অনেক পদ সংগ্ৰহ করিয়া তাহার ভিতর হইতে বাছাই করিয়া একশত ষাটটি গান তাহার ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থে প্রকাশিত করিয়াছেন । বর্তমান গ্রন্থের অন্যতম সম্পাদক শ্রদ্ধেয় শ্ৰীযুত মতিলাল দাশ মহাশয় যখন কুষ্ঠিয়া মহকুমায় মুন্সেফ ছিলেন তখন তিনি তাহার ব্যাপক অনুসন্ধিৎসা-বশে লালন ফকিরের আখড়ায় রক্ষিত র্তাহার গানের খাতা হইতে লালন ফকিরের গানগুলি নকল করাইয়া লন এবং সেই গানগুলি আনিয়া প্রকাশের জন্ত কলিকাতা বিশ্ববিদ্যালয়ের হাতে অর্পণ করেন ; বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষ এই প্রকাশভার সানন্দে গ্রহণ করেন। শ্ৰীযুত দাশ মহাশয়ের সংগ্রহে মোট ৩৭১টি গান ছিল। শ্ৰীযুত মতিলাল দাশ মহাশয়ের সংগৃহীত গানগুলি এবং রবীন্দ্রনাথ