পাতা:লালন-গীতিকা.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৬
লালন-গীতিকা

ক্ষণেক রূপ রয় নিরালে
নিরাকারা॥
যদি রূপ বললে কি হয়,
রূপ সাধন তবে কি আর ভয়,
ছিল মন সে মহারাগের করণ,
স্বরূপ দ্বারা॥
এসবে বলে স্বরূপ মণি
থাকনা বসে ভাব-ত্রিবেণী,
লালন কয়, সামাল ধনি,
সেই কিনারায়॥

১৪১

কিবা রূপের ঝলক দিচ্ছে দ্বি-দলে।
সে রূপ দেখলে নয়ন যায় ভুলে॥
ফণী-মণি-সৌদামিনী
জিনি এ রূপ উজ্জ্বলে॥
অস্থি-চর্ম্ম-শূন্য রূপ
তাহে মহা রসের কূপ
বেগে ঢেউ খেলে।
ও তার একবিন্দু অপার সিন্ধু
হয়রে এই ভূমণ্ডলে॥
দেহের দল পদ্ম যার,
উপাসনা নাই গো তার
তীর্থ ব্রত যার জন্য
এই দেহে তার সব লীলে॥