বিষয়বস্তুতে চলুন

পাতা:লালন-গীতিকা.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ծ ծՀ লালন-গীতিক শুদ্ধ ভক্তি ভক্তের দ্বারে সে চরণ-কমল নিকটে যায় ॥ বাঞ্ছা থাকলে সিদ্ধি মুক্তি তারে বলে হেতু-ভক্তি নি-হেতু ভক্তের রতি সবে মাত্র দীননাথের পায়। ব্রজের নিগুঢ় তত্ত্ব গোসাই রূপেরে সব জানালো তাই লালন বলে, মোর সাধ্য নাই সে দলে যে মত রসিক মহাশয় ॥ دئ او لا শুদ্ধ প্রেম সাধলে যারা কামরতি রাখিলে কোথা । বলগো রসিক রসের মাফিক ঘুচাও আমার মনের ব্যথা । আগে উদয় কামের রতি রস-আগমন গতি তারি সাথী সেই রসে হ’য়ে স্থিতি খেলছে মানুষ প্রেমদাতা ॥ মন জানে সে রসের করণ নয়রে সে প্রেমের ধরন হৃদয়-জলে হয়রে স্মরণ কথায় কেবল বাজী জিতা ৷ মনের অবাধ্য যে জন আপনার আপনি ভুলে সে জন ভেবে কয় ফকির লালন, ডাকলে সে তো কয়ন কথা ৷