এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
লালন-গীতিকা ২১৫ আলগা • বিচার আলগাই আচার দেখে শুনে লাগে ভয় ॥ ধর্মাধর্ম বলিতে কিছুমাত্র নাইক” তাতে প্রেমের গুণ গায় । জেতের বোল রাখলো না সে ত করলো একাকার "ময় ॥ শুদ্ধ অশুদ্ধ নাই জ্ঞান, সাতবার খেয়ে একবার চান 粵 করেন সদায় । আবার অসাধ্যকে° সাধ্য করে w # জীবে যা না ছোয় ঘূণায় ॥ যবন ছিল দবীর খাস তারে গোসাই পদ প্রকাশ করলে গৌররায় আর । আবার লালন বলে, মসিল বংশে জামালকে বৈরাগ্য দেয় ॥ ৩১৩ তোরা কেও যাস্নে ও পাগলের কাছে । তিন পাগলে হ’লে মেলা নদেয় এসে ॥ একটা পাগলামো করে, কোল দেয় জাত অজাতেরে দোঁড়িয়ে যেয়ে । ও তার নাই জেতের রোগ ", এমন পাগল কে দেখেছে ৷ ১ আনকা ২ আনক ৩ নাই ৪ একাকারি ৫ অসাধ্যরে ৬ কি এক ৭ বোল