পাতা:লালন-গীতিকা.djvu/২৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা শোকে তোর পিতা নন্দ কেঁদে কেঁদে হল অন্ধ, আরও গোপীগণ হয়ে ধন্দ রয়েছে ৷ বালবৃদ্ধ যুৰী আদি নিরানন্দ নিরবধি তারা না দেখে চরণ-নিধি তোর ওরে ॥ পশুপক্ষী উচাটন না শুনে তোর বঁাশীর গান লালন কয়, ছিদাম করে হেন বিনয় রে ॥ vඵ68 দাড়া রে তোরে একবার দেখি ভাই । এতদিন খুজে তোরে পাইনে রে কানাই ॥ ষড়ৈশ্বর্য ত্যাজ্য করে আ’লি রে ভাই নদেপুরে কি ভাবের ভাব তোর অস্তরে আমায় সত্য বল রে ভাই ॥ তোর শোকে যশোদা রাণী হয়ে আছে কাঙ্গালিনী, ও সে হায় নীলমণি নীলমণি বলে সদায় ছাড়ছে হাই ॥ দৃষ্ট করে দেখ তুমি তোমার ছিদাম নফর আমি 之姆巴