পাতা:লালন-গীতিকা.djvu/৩২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
২৮৭

অনন্তরূপ সৃষ্টি করলেন সাঁই,
শুনি মানবের উত্তর কিছুই নাই,
দেব-দেবতাগণ করে আরাধন
জন্ম নিতে মানবে॥
কতো ভাগ্যের ফলে না জানি
মন রে, পেয়েছো এই মানব-তরণী
বেয়ে যাও ত্বরায় তরী
সু-ধারায় যেন ভরা না ডোবে॥
এই মানুষে হবে মাধুর্য-ভজন
তাইতে মানুষ-রূপ গঠল নিরঞ্জন
এবার ঠকলে আর না দেখি কিনার
অধীন লালন তাই ভাবে॥

৪১৫

তুমি কার আজ কে বা তোমার এই সংসারে
মিছে মায়ায় মজিয়ে মন কি করো রে॥
এত পীরিত দন্তে জিহ্বায়
কায়দা পেলে সেও সাজা দেয়
স্বল্পেতে সব জানিতে হয়
ভাব-নগরে॥
সময়ে সকলি সখা
অসময়ে কেউ না দেয় দেখা
যার পাপে সে তোগে একা
চার যুগে রে॥
আপনি যখন নও আপনার
কারে বলো আমার আমার