পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিকা "> যে রূপে সাই আছে মানুষে । দীনের অধীন না হইলে খুজে কি পাবি তার দিশে । বেদি ভাই বেদ পড়ে যার আসলে গোল বাধায় তারা রসিক ভায়ে ডুবে হৃদয় ভাসে রতন রসে ।।* তালারি উপরে তাল। দেখা যায় সে দিনের বেলা শুধু রসেতে ভাসে । লা মোকামে আছে নুরী সে কথা আকৈতব ভারী লালন কয়, সে দ্বারে দ্বারী অাষ্ঠ মাতা সে | ১. “বিধি তাই বেদ পড়ে সদায় লাকুমে আছে নুরী আসলে গোলমাল বাধায়, সে কা অকৈতব ভারি রসিক ভেয়ে ডুবে লালন কয় তার দ্বারের দ্বারী হৃদয়-রতন পায় রসে । আগষ্ঠ মাতা সে । &సి 導 暈 ( লা-গী, পৃঃ ১৪৯ )