পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(ყ8 লালন শাহু ও লালন-গ্লভিক আপনি ঘর আপনি বরি, আপনি করেন রসের চুরি, ঘরে ঘরে । আপনি করেন ‘ম্যাজেষ্টারী’ আপন পায় বেড়ি পরে । এক রূপ অনন্ত রূপ হয়, তুমি আমি নাম ‘বেওরা’ ঘরে ঘরে । লালন বলে, আমি কি রে জানলে বাধা যেত দূরে । w)ტ. কে বোঝে সাইয়ের লীলা-খেলা । ও সে আপনি গুরু আপনি চেলা । অঙ্গের অবয়বে স্বষ্টি, করলেন পরম ইষ্টি তবে কেন আাকারই নাস্তি বলি না জেনে সে ভেদ নিরালা । ১ ‘বেওরা’ ঃ বিভিন্ন সপ্ত তালার উপরে সে, নি-রূপে রয় অচিন দেশে ; প্রকাশ্য রূপ লীলা-রসে fচনা যায় না লেগে বেদের ঘোলা । ২. ‘আমার’ ( আদর্শ পথির পাঠ ) ;