পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ওঁ লালন-গীতিক অন্ধকারের ভিতরে সে সাই, তখন নবীজীকে সংগে দেখা যায় আছে কথা দেখ নজরে কোরানেতে লেখে ।। যে জল সেই পানি, যে নেংটি সেই কপ-নি নূরের চাদর কাফন তহবন ছিল তার সংগে সিরাজ সাইয়ের চরণ ধরে অধীন লালন বিনয় করে, ডালে বসে ফুলের কিরণ খাইল চুষে কে । ԵՀ জানা উচিত বটে দুটো নূরের ভেদ বিচার । নবীজী আর নিরূপ খোদা নূর সে কি প্রকার নবীর যেন আকার ছিল তাহাতে নূর চোয়ায় বল নিরাকারে কি প্রকারে নূর চোয়ায় খোদার ।