পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালন-গীতিকা S বেদ-বিধি ত্যজিয়ে দয়াময়, কি নতুন ভাব আনলে নদীয়ায়, অধীন লালন বলে, আমি সে তো ভাব জানিবার যোগ্য নই। SS8 ও কালার কথা কেন বল আজ আমায় । যে নাম শুনলে আগুন লাগে গায় । তুমি বৃন্দে নামটি ধর, জলে অনল দিতে পার, রাধারে ভুলাতে তোর এবার বুঝি কঠিন হয়। যে কৃষ্ণ রাধার অলি তারে ভুলায় চন্দ্রাবলী সে কথা আর কারে বলি ঘূণায় জীবন যায় । শতেক হাড়ি চাখা, • রাই বলে ধিক তারে দেখা, লালন বলে, এবার বাক৷ সোজা হবে মানের দায় শতেক হাড়ির ব্যঞ্জন চাখা’ (লা-গী, পৃঃ ২৫৩ ) ა esi