পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ, ও লালনগীতিকা টলে জীব অটলে ঈশ্বর নইলে কি হয় রসিক-শিখর লালন বলে, রসিক বিভোর  আছে সেই রস ভিয়ানে ||

১২৫

যে ভাব গোপীর ভাবনা ৷ সামান্য মনের কার্য নয়, সে ভাব জানা । বৈরাগ্য ভাব বেদের নিধি, যোগী ভাব অকৈতব নিধি ডুবলে তাহে নিরবধি রসিক জনা । যোগীন্দ্র মণীন্দ্র যারে পায় না যোগ ধিয়ান ক’রে সেই কৃষ্ণ গোপীর দ্বারে

হয়েছে কেন ।

যে জন গোপী-অনুগত জেনেছে সেই নিগুঢ় তত্ত্ব। লালন বলে, যাতে কৃষ্ণ  সদায় মগনা ।।