পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ, ও লালন-গীতিকা $'(; অগ্নি জেইছে ঢাকা ভল্পের ভিতরে সুধা তেমনি আছে গরলে হল করে ; কেউ সুধার লোভে যেয়ে মরে গরল খেয়ে ; মস্থনের সু-তার ना জানে তায় । দুগ্ধেতে ননীতে মিলন সর্বদা” মন্থন-দণ্ডে করে আলাদা আলাদা । তেমনি ভাবের ভাবে সুধা-নিধি পাবে মুখের কথা নয় রে সে ভাব করা । যে স্তনেতে দুগ্ধ খায় রে শিশু ছেলে, জেশকের মুখে সেথা রক্ত এসে মিলে ; লালন ফকীর বলে, বিচার করিলে, কু-রসে সু-রস মেলে সেই ধারা । Sლ ყ জানগা যা গুরুর দ্বারে জ্ঞান-উপাসনা । কোন মানুষের কেমন কৃতি যাবে রে জান । পুরুষ পরশ মণি কালাকাল তার কিসে জানি জল দিয়ে সব চাতকিনী র সাক্ষ্মীনা । ১. দুক্ষেতে ননীতে মিশালে সর্বদা (লা-গী, পৃ: ৪৫)