পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

షిఫిE লালন শাহ্ ও লালন-গীতিকা বেদাগমে জানা গেল, ব্ৰহ্ম যারে হদ হল, জীবের কি সাধ্য বল তারে চিনি । কত কত মুণী জনী, করিয়ে রে যোগ-সাধন। লীলার অস্ত কেউ পেল না লীলা এমনি । সবে বলে, কিঞ্চিৎ ধ্যানী গণ্য সে হল শুলপাণি, লালন বলে, কবে আমি হব তেমনি । ১৩৫ গোসাইর ভাব যেহি ধারা । আছে সাধু শাস্ত্রে তার প্রমাণ আচার শুনলে রে জীবন অমনি হয় সারা । ও সে মরার সংগে মরে ভাব-সাগরে ড.বতে যদি পারে স্ব-ভাবিক তারা ।