পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ, ও লালন-গীতিকা పిడీ আর এক প্রেমে মজে ভোলা শ্মশানে মশানে খেলা, গলে শক্তি হাড়ের মাল৷ পাগল অবস্থা । রূপ সনাতন উজির ছিল প্রেমে মজে ফকীর হল, লালন বলে, এমনি জেনো প্রেমের ক্ষমতা । ১৬৭ তারে কি আর ভুলতে পারি আমার এই মনে । দিয়েছি মন যে চরণে ৷ আমি যে দিকে ফিরি সেই দিকে হরি ঐ রূপের মাধুরী দুই নয়নে । তোরা বলিস কালো কালো, কালো নয় সে চাদের আলো, সেই যে কালা চাদ নাই আর এমন চাদ সে চাদের তুল্য তাহারি সনে ।