পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬8 লালন শাহ্ ও লালন-গীতিক কএরাজ্যে হলে দুইজন রাজা কার হুকুমে গত হয় প্রজা লালন বলে, তেমনি গোলে খাতায় প’ল বাকী । ゞ br○ মানুষ নুকাইল কোন শহরে । এবার খুজে মানুষ পাই নে তারে । ব্রজ ছেড়ে নদেয় এল তার পূর্বাস্তর খবর ছিল, এবার নদে ছেড়ে কোথায় গেল যে জানো সে বল মোরে । স্বরূপে সে রূপ দেখ? যেমন চাদের আভা এমনি মত থেকে কোথা প্রভু খানিক বারাম দেয় রে । কেউ বলে তার নিজ ভজন লয়ে নিজ দেশে গমন, মনে মনে ভাবে লালল, এবার সে নিজ দেশ বলি কারে ।