পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮২ লালন শাহ ও লালনগীতিকা পঞ্চতত্ত্ব সাধন করে পেত যদি সে চাদেরে ( হে ) তবে বৈরাগীরা কেনে আঁচল৷ গুছড়ি টানে কুলের বাহির হয় সে চরণ বাঞ্ছায় । বৈষ্ণবের ভজন ভাল তাই বলিয়ে ভক্তি ছিল ( হে ) তাতে ব্ৰহ্মজ্ঞানী যারা সদায় বলে তারা শাক্ত বৈষ্ণবের নাই স্বয়ং পরিচয় । শুনি ব্রহ্মজ্ঞানীর বাক্য দরবেশে তাই করে তর্ক ( হে ) বস্তুজ্ঞান যার নাই, নাম ব্রহ্মায় কি পায় লালন কয়, দরবীশ এ কি কথা কয় । 象oぐ) আমি কি সাধনায় পাই গো তারে ; যার নাম অধর এই সংসারে । কত মুনি ঋষি হদ হ’ল ধ্যান করে। কেউ ফকীর, কেউ হয় যোগী, কেউ মোহান্ত, কেউ বৈরাগী, কার বা কথায় মন-মুতায় দেই গিরে ৷