পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিক। ३०१ যা শুনিতে হয় বাসনা, শুনলে মনের আঁইট বসে না, তার বড় শুনিয়ে মন৷ দোঁড়ায় সেথায় এক ভাজ যে এক জানিল, সেই তো পাড়ি সেরে গেল, লাঙ্গল, প’লো মহা ঘোরে শেষ অবস্থায় ।” ১. মনসুর উদ্দীনের "হারামণি' ( পঞ্চম খণ্ডে )-তে সম্পূর্ণ ভিন্ন পাঠ দেওয়া হ’য়েছে— ‘কোন দেশে যাবি মোনা বল দেখি যাই রে । গয়া-কাশী মক্কা-মদিনা যেয়ে কেহ ফক্কায় পড়ে না । ভাবছ কি মন তীর্থধামে সেখানে মন পাপী নাই রে । বেবাদী তার দেহে সকল দিবানিশি বাধায় রে গোল যেথায় যাবি সেথায় পাগল আজ তোরে কে ঠেকায় রে । কেও ভিস্বরে বারো — বসে তেরো তাও তো সদায় শুনে ফেরে সিরাজ সাই কয় লালন ভাইয়েরও বুদ্ধি কিরে ? ( ২৭ সংখ্যক গান, পৃঃ ১৭, )