পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३३७ লালন শাহ ও লালন-গীতিক গেল ধন মালখানায়, খালি ঘর দেখি জমায় । লালন কয়, খাজনারই দায় কখন যেন যায় লাটে ।। ১ ૨8૭ মন বিবাগী বাগ মানে না রে । যাতে অপমৃত্যু তাই সদায় করে । কিসে হবে আমার ভজন-সাধন, মন হ’ল না আমার মনেরই মতন, দেখছি মন-ফুল সদায় বেয়াকুল* (মনকে) বুঝাইতে নারি জনম ভরে । মনের গুণে কেহ মহাজন হয়, ঠাকুর হয়ে কেহ নিত্য পূজা খায়, আমার এই মনে তো আমায় করলে হতো, দু’কুল হারালাম মনের ফেরে। ১. **গেল ধন মান আমার, "গেল গেল ধন, মালও নামায়, খালি ঘর দেখি জমার, খালি ঘর দেখি জমায়, লালন কয়, খাজনারো দায় লালন কয়, খাজনার দায় কখন যেন যায় লাটে ।।’’ তাও কবে যায় লাটে ।” ( লা-গী, পৃঃ ১৪ ) ( বা-বা-বা-গা, পৃঃ ৫৫ ) ২. দেখে শিমুল ফুল, সদাই বেয়াকুল’ ( লাগী, পৃঃ ১৩৩)