পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8סא. লালন শাস্তু ও লালন-গীতিক হয়েছিলাম নাড়ার নাড়ি পরণে পরেছি ধড়ি, দিব না আচার কড়ি বেড়াব চৈতন্য পথে । আসতে নাড়া যেতে নাড়া দু'দিন কেবল মোড়া জোড়া লালন কয়, আগা গোড়া জানিয়ে মাথা হয় মুড়াতে । ૨66 কুলের বউ হয়ে মন আর কতদিন থাকবি ঘরে । ঘোমটা ফেলে চল না রে যাই সাধ বাজারে । কুলের ভয়ে কাজ হারাবি কুল কি নিবি সঙ্গে করে পস্তাবি শ্মশানে যেদিন ফেলবে তোরে